Khoborerchokh logo

সংগঠন করতে হলে সাংগঠনিক হতে হবে 170 0

Khoborerchokh logo

সংগঠন করতে হলে সাংগঠনিক হতে হবে

 রফিকুল ইসলাম রফিক 
 গাইবান্ধা জেলার বৃহত্তর সামাজিক সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক বলেছেন, সংগঠন করতে হলে আমাদের সাংগঠনিক প্রক্রিয়ায় আগাতে হবে এবং সাংগঠনিক হতে হবে। যেমন রাজনীতি করতে এসে যে নেতারা নিজেদের আখের গোছায় তারা রাজনীতির মাঠে বেশীদিন টিকে থাকতে পারে না। কাজেই রাজনীতি বা সাংবাদিকতা করতে হলে কর্মীবান্ধব নেতা হয়ে জনগণের কাতারে দাড়ানোর আহবান জানান।
গত ১৯ ফেব্রুয়ারী ২০২০ইং বুধবার বিকেল ৩ টায় গোবিন্দগঞ্জ থানা রোড সংলগ্ন দক্ষিন পার্শ্বের গলিতে রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংগঠনের নিয়মিত মাসিক সভায় সাংবাদিক উদ্দেশ্যে সাংবাদিক রফিকুল ইসলাম রফিক উপর্যুক্ত কথাগুলো বলেছেন।
গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রাখেন, সাধারণ সম্পাদক বি,কম শিখা দত্ত, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সহ-সভাপতি নুর আলম আকন্দ, সহ-সম্পাদক কালামানিক দেব, সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান মন্ডল, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু, দপ্তর সম্পাদক মুরশিদা আক্তর সুইটি, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যকরি সদস্য রফিকুল ইসলাম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, তারাজুল ইসলাম, সাইদুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান মিন্টু প্রমুখ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com